March 30, 2016
Trinamool for probe of destroyed Netaji files during Cong regime

Following declassification of 50 files on 29 March 2016 relating to Netaji Subhas Chandra Bose, it has been revealed that a file (Number 12 (226)/56PM) was destroyed on 6 March, 1972, “certain documents” of another file (Number 23(156)51PM) was also destroyed, and another file (Number 2(381)60-66PM) was not traceable.
All India Trinamool Congress demands a probe into the Netaji files that have been reported destroyed and/or untraceable during the Congress regime.
“We are deeply disappointed by this misdeed on the part of the then Central Government led by Congress Party in destroying files that would reveal the truth about our greatest national hero, Netaji Subhas Chandra Bose, and condemn the irresponsibility of such acts,” said Sukhendu Sekhar Roy, Chief Whip, Rajya Sabha.
“It is incumbent upon the Government of India to constitute a high-powered committee in public interest and unearth the true nature and contents of the Netaji files, and also to ascertain the names of the persons who failed in the safekeeping of the files,” he added.
It is also reported that the Central government led by the Congress party filed a review petition in the Delhi High Court to avoid the publication of the book ‘A History of the Indian National Army, 1942-45’, the draft of which was prepared by the Historical Division of the Defence Ministry of the Government in 1949-50.
All India Trinamool Congress also urges upon the Central Government to publish the book without further delay.
কং-আমলে নষ্ট হয়ে যাওয়া নেতাজির ফাইলের তদন্ত চাইল তৃণমূল
২৯শে মার্চ ২০১৬ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৫০টি নথি প্রকাশের পর জানা গেছে যে ১৯৭২ সালের ৬ই মার্চ একটি ফাইল (Number 12 (226)/56PM) নষ্ট হয়ে যায়, ওপর একটি ফাইলের (Number 23(156)51PM) কিছু অংশ নষ্ট করা হয় এবং আরও একটি ফাইল (Number 2(381)60-66PM) পাওয়া যাচ্ছে না।
কংগ্রেসের শাসনকালে নেতাজির যেসব ফাইলগুলি নষ্ট হয়েছে সেগুলির তদন্ত দাবি করল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস।
“দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব নথি যেভাবে কংগ্রেস আমলে নষ্ট করা হয়েছে তা অত্যন্ত হতাশাজনক। এই দায়িত্বজ্ঞানহীন কাজের আমরা তীব্র নিন্দা করছি,” বলেছেন রাজ্যসভার তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়।
তিনি আরও বলেন, “জনস্বার্থের খাতিরে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে একটি high-powered কমিটি গঠন করে নেতাজি সংক্রান্ত ফাইলগুলির সত্য উদঘাটন করা ও যারা এই নথিগুলি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছেন তাদের নাম জনসমক্ষে আনা”।
১৯৪৯-৫০ সালে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তর ‘A History of the Indian National Army, 1942-45’ শীর্ষক একটি বই প্রকাশ করার উদ্যোগ নেয়। পরবর্তীতে কংগ্রেস পরিচালিত সরকার এই বইটির প্রকাশনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছে বইটি যথাশীঘ্র প্রকাশ করার আর্জি জানাচ্ছে।