March 22, 2016
Trinamool’s music video for Assembly election goes viral

The music video of “The Trinamool Song” which portrays the changing face of West Bengal over the last five years, has been played around one lakh times across various digital platforms since it was released Saturday night.
Trinamool Chairperson Mamata Banerjee released the video on her Facebook page on Saturday, saying, “I am very happy to share the new music video ‘The Trinamool Song’ for the forthcoming West Bengal Assembly elections”.
On her Facebook page alone, the video has close to 70000 hits. Other party leaders, like Abhishek Banerjee, have also shared it on their Facebook pages. And it is also on YouTube.
Directed by Anindya Chatterjee, lead vocalist of Bangla band Chandrabindoo, the video highlights the work done by the Mamata Banerjee government after being voted to power in 2011. It has also been released on TV channels and FM radio.
বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও
২০১৬-র বিধানসভা নির্বাচনের জন্য তৈরী তৃণমূলের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। এক লাখেরও বেশি ‘ভিউস’ পেয়ে ভিডিওটি এখন ‘ভাইরাল’।
মিউজিক ভিডিওটি শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তিনি লেখেন, “আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৭০০০০-এরও বেশি মানুষ। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ – যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এই ভিডিওটি তাদের পেজে ‘শেয়ার’ করেছেন। ভিডিওটি তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজেও রয়েছে।
ভিডিওটির পরিচালনা করেছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রধান গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুমিনিটের এই ভিডিওটি গত পাঁচ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এসছে তা তুলে ধরেছে।