Latest News

March 10, 2016

Mamata Banerjee slams ‘rainbow alliance’ at Murshidabad

Mamata Banerjee slams ‘rainbow alliance’ at Murshidabad

Scroll down for Bengali version 

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed workers’ meetings at Suti and Lalbagh in Murshidabad district today. This was the second day of her campaign for the 2016 Assembly elections.

Yesterday, she began her campaign by addressing a workers’ rally in Malda. The Chairperson attacked the Congress-Left ‘alliance’ in her speech, and also said that Congress, CPI(M) and BJP have formed an unholy nexus.

She asked voters to vote Trinamool Congress to power, as the party has gifted the people five years of transparent governance and development. She also said, “Bengal will show the way to the rest of the country,” which is already well on its way to being fulfilled.

Here’s what she said:

Rainbow alliance

We can now term Congress as Cong-Dhonu, the Left as Bam-Dhonu and BJP as Ram-Dhonu. The opposition forces of CPI(M)-Congress-BJP are now united. Let me see their united force. We will fight them. CPM-Congress-BJP have come together to defeat me. A section of the media is also helping them.

On Congress – CPI(M) alliance

The alliance of Congress, CPIM and BJP do not have the capability to fight alone. We have the people’s alliance by our side. I want to ask the grassroots workers of Congress and CPM and common people of Murshidabad if they support this unholy nexus. CPI(M) has given up its ideology. It believes in Congress-ism now. Both have lost their addresses. Manush kokhono gaaddari sahya korena, rajakarai sojhyo korena, biswasghatkata sojhyo karte parena. Murshidabad has a place in history because of Battle of Plassey in 1757. We respect Siraj-ud-daula not Mirzafar.

On Communal Harmony

Hindus, Muslims, Sikhs, Christians in our State stand united. Muslims are majority in Malda, Murshidabad and Uttar Dinajpur. In spite of that there is harmony. Trinamool believes in communal harmony. Eki brinte duti kusum, Hindu Musalman. This is what we believe in. I participate in Durga Puja. I go for Eid celebrations. I also attend the midnight mass during Christmas. I try to be present in the festivities of all religious communities. There have been attempts to start riots in Ilambazar and Malda. We took strict steps.

ON CPI(M)

The CPI(M) has left their Marx and Stalin. They are now left with Congress. CPI(M) has forgotten all ‘ism’s and held the hand of Congress. There has been a hidden alliance between CPIM and BJP too. Congress has forgotten that CPI(M) have killed 55,000 congress workers in 34 years. We have not forgotten State sponsored incidents at Netai, Amta, Nanoor, Singur, Nandigram, Bantala, Dhantala & other places. The Government of the Left front was one of load-shedding, of skeletons, of terror, of mal-nutrition and of bloodshed.

On Congress

We have deep respect for Lt Barkat Gani Khan Chowdhury. After him, I did the development for Murshidabad and Malda as a Railway Minister. We believe in development. We believe in change, not revenge. You have seen what CPI(M) and Congress did for this district since the last 66 years after independence. I have come here to support the local people in these two districts for many incidences. I made seat adjustments with Congress in 2011 so that they do not ally with CPI(M), but, they backstabbed our candidates.

Although, we campaigned for the Congress candidates in Malda, Murshidabad and North Dinajpur, the Congress put independent candidates against Trinamool candidates. We were the first to expose the Congress-CPM ‘friendship’. In 1998 we formed Trinamool because we wanted to fight the CPI(M). The Congress-CPM alliance is “official” now. The masks are off. Everyone knows the truth. This is the day for Poribartan. Congress has forgotten Nehru, Subhas Chanda Bose and Gandhi and chanting the slogan Marxbad-Jindabad.

On development in Murshidabad

Trinamool does not believe in hollow promises. Our actions speak louder than our words. In spite of our debt of Rs 2 lakh Crore, out of 100 people in this district, 83 have received some sort of support. Two new power units at Sagardighi Power project has been taken up at the cost of Rs 6000 crore. The 500 MW unit of Sagardighi Power plant started function from December 2015. 21 Kisan baazars are being set up in the district, 18 already in place. Kisan credit cards have been given to 100% people of the district. Seven lakh people in Murshidabad have received Kisan Credit Cards. We have set up three Karma Tirtha marketing hubs and 3000 new anganwadi centres in Murshidabad. Two new industrial estates have come up in Murshidabad district. We are rejuvenating the muslin sector in the district.

Social sector development

We are giving 40 lakh cycles for Sabuj Sathi. 25 lakh cycles have been given. 8 crore peoplein 56 lakh people in Murshidabad are getting rice at Rs 2 per kg. CPI(M) would not have given even widow allowance. There are 33 lakh Kanyashree now in the State. Have we ever asked that to which party the beneficiaries belong to? Social security schemes have been started for the labourers. 78 lakh people will receive benefits of these schemes.

On Health and Education

We never have to be told for making development. We go to the spot. There has been five fair price medicine shops in Murshidabad, free beds, free medicines. Three multi super speciality hospitals are there in Jangipur, Sagardighi and Domkal. Mother and Child Hub has been set up in Murshidabad Medical college hospital. 27,000 beds have been increased in Government hospitals in the last four years. Sobar jonno sasthya – etai amader kaj.

ITIs are being set up in the district in almost every block. Students will not have to go out. There will be campus interviews here in the district. Many schools have been upgraded to higher secondary.

Minority Development

We have introduced reservation for minorities. 69000 minority students are pursuing higher education because of this. One crore minority people have received scholarships. Bengal leads among States in India in minority welfare. We have procured 24 lakh metric tonnes of paddy at fair price. We will procure additional 16 lakh metric tons. We have been supporting over 60,00 imams and moazzems. Cast certificates are now easily available.

Job Security

We have ensured job security of casual and contractual workers. Teachers are getting their salaries on first day of the month. I want the youth of Murshidabad to prosper. We are doing everything to improve education infrastructure. We launched Lok Prasar Prakalpa to help our talented folk artists & promote our culture. 50000 artists have been registered.

On Trinamool

We have one single slogan: Maa Mati Manush. The CPI(M) and Congress had tried to corner me. I fought back and formed the Trinamool Congress with the support of the people of Bengal. Trinamool means to live with the head held high. It means to live with self respect. It means to stand against politics of riots. TMC is the light of hope in darkness. Trinamool means that we are well and you will be also well. Will the real Congress workers be able to vote for the CPI(M) ? If not Haath-Hathuri-Padma, Ebar hobe jobdo.

Thanda mathai cool cool,

Abar futbe jorphul.

Ebar e Murshidabade dorkar,

Joraphuler Sarkar.

Sheet-Grisma-Borsha

Trinamool Congress-i vorsa.

 

অনৈতিক জোটের বিরুদ্ধে মুর্শিদাবাদে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মুর্শিদাবাদের সুতিতে একটি কর্মীসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি চলে যাবেন লাল্বাগের কর্মীসভায়।

গতকাল মালদার কর্মীসভার মাধ্যমে শুরু হয় ভোটের প্রচার। গতকাল তিনি তার বক্তব্যে সিপিএম-কংগ্রেসের জোটকে অনৈতিক  ঘোঁট বলে আখ্যা দিয়েছেন।

তৃণমূল কংগ্রেস গত ৫ বছরে মানুষকে স্বচ্ছ উন্নয়ন উপহার দিয়েছে তাই তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন এবারও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলাই ভবিষ্যতে সকলকে পথ দেখাবে।

জোট প্রসঙ্গে তিনি বলেন, “সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে জোট করেছে আমদের পরাজিত করার জন্য। কারণ ওরা তৃণমূলের বিরুদ্ধে একা লড়াই করতে পারবেনা। কংগ্রেসের কংধনু, বামফ্রন্টের বামধনু আর বিজেপি মিলে হল রামধনু। আমরাএকাই লড়াই করব ওদের সঙ্গে। কিছু মিডিয়া এব্যাপারে তাদের সাহায্য করছেন”। মানুষের সঙ্গে আমরা মহাজোট করেছি। মানুষ আমাদের সঙ্গে আছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি জোট মানুষের সঙ্গে তৃণমূলের জোটকে হারাতে পারবে না”।

“সিপিএম নিজেদের আদর্শ বিসর্জন দিয়েছে। মার্ক্সবাদ-লেনিনবাদ-স্ট্যালিনবাদ ভুলে গিয়ে ওরা এখন কংগ্রেস-বাদে বিশ্বাসী। দুজনেই এখন আশ্রয়হীন। মানুষ কখনো বিশ্বাসঘাতকতা সহ্য করে না”।

“মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা। রেলমন্ত্রী থাকাকালীন আমি মালদা-মুর্শিদাবাদের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করেছিলাম। সিপিএম গত ৩৪ বছরে কোনও কাজ করেনি মালদা-মুর্শিদাবাদের জন্য। আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা বদলে বিশ্বাসী, বদলায় নয়। স্বাধীনতার পর থেকে ৬৬ বছরে কংগ্রেস কিছুই করেনি মালদা মুর্শিদাবাদের জন্য”।

“গত ৩৪ বছরে ৫৫০০০ কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম। কংগ্রেস আজ সব ভুলে গিয়ে নিজেদের নীতিকে বিসর্জন দিয়েছে। নেতাই, নানুর, নন্দীগ্রাম, বানতলা, ধানতলা, আমতা, সিঙ্গুর-এর ঘটনা মানুষ ভুলে যায়নি।নেহেরু, সুভাষ, গান্ধি-র কথা ভুলে গিয়ে কংগ্রেস শুরু করেছে মার্ক্সবাদ-জিন্দাবাদ”। ২০১১তে মানুষ সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়েছিল, তারা চাইবেনা সিপিএম ক্ষমতায় আসুক।

এপ্রসঙ্গে স্লোগান তুলে মমতা বলেন “সিপিএম-এর সরকার/আর নেই দরকার, লোডশেডিং-এর সরকার/আর নেই দরকার, অপুষ্টির সরকার/ আর নেই দরকার। কঙ্কালের সরকার/ আর নেই দরকার, সন্ত্রাসের সরকার/আর নেই দরকার, সর্বনাশের সরকার/আর নেই দরকার”।

“তৃণমূল সব ধর্মের মানুষের জন্যও কাজ করে। সকলের জন্য আমরা সমানভাবে কাজ করি। তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।কংগ্রেস ও বিজেপির ঝগড়া লোক দেখানো, সবাই জোট বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। সিপিএম-কংগ্রেসের গোপন আঁতাত প্রথম আমরাই প্রকাশ করেছিলাম। তাই ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলাম”।

তৃণমূল কথায় নয় কাজে করে দেখায়। মুর্শিদাবাদে বাম- কংগ্রেস কোন উন্নয়ন করেনি। মুর্শিদাবাদের উন্নয়নে ২৯০ কোটি টাকা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে মডেল স্কুল চালু হয়েছে। ৪ বছরে ২১টি কৃষক বাজার তৈরি হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে মুর্শিদাবাদের ৮৩% মানুষ উপকৃত হয়েছে। মুর্শিদাবাদের ৫টি জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে, সারা বাংলায় মোট ১০৯টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে। ১৬ লক্ষ তপশিলি ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়। ১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে গত ৪ বছরে। ১৪ কোটি টাকা খরচ করে মাদার ও চাইল্ড হাব তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ।

শিশুদের চিকি९সার জন্য ২৫টি এসএনসিইউ তৈরি করেছে রাজ্য সরকার। একটি সিসিইউ এবং দুটি এইচ.ডি.ইউ তৈরি করা হয়েছে মুর্শিদাবাদে।

৩টি মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে মুর্শিদাবাদে। মাত্র ৪ বছরে ২৭০০০ বেড সংখ্যা বেড়েছে সরকারি হাসপাতালে, ৩১ লক্ষ ছেলেমেয়ে কন্যাশ্রী-র টাকা পেয়েছে। রাজ্যের ৮ কোটি মানুষ ২টাকা কেজি দরে চাল পাচ্ছেন। যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।  মুর্শিদাবাদে ৫টি আইটিআই তৈরি করা হয়েছে, আরও ২টি নির্মাণের কাজ চলছে। মুর্শিদাবাদের ৭ লক্ষ কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে, সারা বাংলায় মোট ৬৯ লক্ষ কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে। মুর্শিদাবাদে ২১টি কিষাণ বাজার তৈরি হয়েছে এর মধ্যে ১৮টি চালু হয়ে গেছে। সিপিএম ৩৪ বছরে কটা করেছে?

৩টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে ৩০০০ অঙ্গনয়াড়ী কেন্দ্র তৈরি করা হয়েছে, আরও ২০০টির নির্মাণ কাজ চলছে। বর্তমানে অপুষ্ট শিশুর সংখ্যা ৬০০০ থেকে কমে ১৫০০-র কাছাকাছি নেমে এসেছে। ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে, মসলিন প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার।  ২০১৫-তে সাগরদীঘি তাপবিদ্যুত কেন্দ্রের ৩নং ইউনিট চালু হয়েছে। ৬০০০কোটি টাকা ব্যয়ে আরও ২টি ইউনিট স্থাপনের কাজ নেওয়া হয়েছে।

‘মা-মাটি-মানুষকে রক্ষা করাই তৃণমূলের অঙ্গীকার। সবশেষে কয়েকটি স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেন’।।

‘হাত হাতুড়ি পদ্ম, মানুষ করবে জব্দ’।।

‘ঠাণ্ডা মাথা কুলকুল,২০১৬-য় তৃণমূল ঠাণ্ডা মাথা কুলকুল,আবার ফুটবে জোড়াফুল’।।

‘ধরতে পারলে ধরো/করতে পারলে করো/লড়তে পারলে লড়ো’।।

‘শীত-গ্রীষ্ম-বর্ষা, তৃণমূল কংগ্রেসই ভরসা’।।

‘সিপিএম-এর সরকার, আর নেই দরকার লোডশেডিং-এর সরকার, আর নেই দরকার অপুষ্টির সরকার, আর নেই দরকার’।।

‘কঙ্কালের সরকার, আর নেই দরকার সন্ত্রাসের সরকার, আর নেই দরকার সর্বনাশের সরকার, আর নেই দরকার’।।