March 4, 2016
Trinamool declares candidate list for 2016 Assembly polls

Trinamool Chairperson Mamata Banerjee today announced the names of the Trinamool candidates who will contents in the upcoming Assembly Election 2016 during a press conference at the Kalighat.
She said that the number of women candidates contesting for Trinamool Congress in 2011 was 31 while in 2016 the number has increased to 45. She also said that the number of Muslim minority candidates in 2011 had been 38 which have increased to 57 in 2016.
The Trinamool Chairperson said that apart from the political faces, actor Sohom, former footballers Bhaichung Bhutia and Syed Rahim Nabi, former cricketer Laxmiratan Shukla and social worker Vaishali Dalmiya will contest for the party in different constituencies.
“We have an alliance with people. We have delivered on the promises made. Bengal has turned around in last 4 years,” Mamata Banerjee said today.
A party which was in power for 34 years is indulging in nuisance and saying negative things about Trinamool, she informed and said that the Election Commission is a constitutional body and she had deep respect for them and no matter in how many phases polls are held in Bengal, Trinamool will win.
“Hath hathuri poddo, Banglar manush korbe jobdo”, the Trinamool Chairperson said.
Mamata Banerjee also announced that the Manifesto of the Trinamool Congress for the 2016 Assembly Election will be published on March 11, 2016.
Here is the full candidate list of West Bengal Assembly Election 2016
২০১৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস
আসন্ন ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
২০১১ সালে তৃণমূলে মহিলা প্রার্থী সংখ্যা ছিল ৩১, ২০১৬ তে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫। তিনি আরও জানান, ২০১১ সালে মুস্লিম মাইনরিটির সংখ্যা ছিল ৩৮, ২০১৬ তে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।
তৃণমূল নেত্রী জানান, রাজনৈতিক মুখ ছাড়াও অভিনেতা সোহম, ফুটবলার ভাইচুং ভুটিয়া, সৈয়দ রহিম নবি, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, সোশ্যাল ওয়ার্কার বৈশালী ডালমিয়া এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের জোট মানুষের সাথে, আমরা আমদের সব প্রতিশ্রুতি পূর্ণ করেছি। গত ৪ বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলা”।
“হাত হাতুড়ি পদ্ম, বাংলার মানুষ করবে জব্দ”। ২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশিত হবে ১১ই মার্চ – এদিন একথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।