January 20, 2016
WB CM announces free school shoes for primary students

After bicycles for school students, it’s shoes. Chief Minister Mamata Banerjee played Santa Claus on Tuesday when she spotted some school students without shoes, on her way from Burdwan to Bolpur.
She immediately called education minister Partha Chatterjee and asked him to arrange for shoes to primary school students in a week. The state government has been distributing free books to students and recently announced that Madhyamik students would receive free test papers.
The state has 100 per cent mid-day meal coverage and has achieved 99% coverage of toilets in schools already.
School infrastructure has grown apace during the last few years. A lot of new schools (primary, upper primary), integrated schools (class 1 to 12) and model schools in backward blocks have been taken up.
Gaps in infrastructure have been filled by construction of Additional Class Rooms, Toilets, Separate Girls’ Toilets and Drinking Water facilities. Hostels especially for Girls students in Jangalmahal area have been built as a special initiative of the Government.
Image: File Photo
প্রাথমিকের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো দেবে রাজ্য সরকার
সাইকেলের পর এবার বিনামূল্যে ছাত্রছাত্রীদের জুতো দেবে রাজ্য সরকার। মঙ্গলবার পানাগড়ের ওপর দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে কিছু স্কুল পড়ুয়াদের পায়ে জুতো নেই।
সঙ্গে সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে প্রাথমিকের স্কুল পড়ুয়াদের জন্যও জুতোর ব্যবস্থা করার। ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্যও বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে এবং কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে যে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও এখন থেকে বিনামূল্যে টেস্টপেপার দেওয়া হবে।
প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলে ১০০ শতাংশ পরিষেবা দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার এবং প্রতিটি বিদ্যালয়ে শৌচাগার তৈরির কাজেও ৯৯ শতাংশ সফল হয়েছে রাজ্য সরকার।
গত ৪ বছরে স্কুল পরিকাঠামো তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে। পিছিয়ে পরা এলাকা গুলিতে প্রচুর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মডেল স্কুল তৈরি হয়েছে।
জঙ্গলমহল এলাকায় মেয়েদের হস্টেল তৈরি রাজ্য সরকারের একটি মহান পদক্ষেপ।