Latest News

January 19, 2016

People will laud Mamata Banerjee for the next 100 years for her work: Abhishek Banerjee

People will laud Mamata Banerjee for the next 100 years for her work: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee held a mass rally of party activists at Kashipur in Purulia. The rally was organised by the Kashipur Block Trinamool Congress at Sevabrati Ground in Kashipur, Purulia district.

The young mass leader pointed out the different developmental projects taken up by the Trinamool-led West Bengal Government and said that the CPI(M) and Congress are jointly trying to create confusion among the people of the State. To stand beside CPM will be to support the Sainbari killers or the murderers of Tapasi Malik of Singur, he said.

The TMYC President said that during the last four years, the West Bengal Chief Minister Ms Mamata Banerjee had been travelling around the State and has come to the land of the red soil in the districts of Purulia, Bankura and Birbhum for more than 50 times. She has been able to fulfil the promises made, has held meetings time and again and has continuously reviewed the work processes.

The young firebrand leader slammed the CPI(M) for their continuous false propaganda featuring slurs and false allegations against Mamata Banerjee. He said that to be like Mamata Banerjee, one needs to forget fear and fight for the people. For 34 years, there had been loots and murders by the CPI(M); and now, for the last four years, there has been unforeseen development under Mamata Banerjee, he said.

 

মানুষ মমতা ব্যানার্জিকে আগামী ১০০ বছর নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি

পুরুলিয়ার কাশীপুরের তৃণমূল যুব কংগ্রেসের একটি সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী ময়দানে কাশীপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিশাল সমাবেশ।

অভিষেক ব্যানার্জি আগাগোড়া এ রাজ্যে মমতা ব্যানার্জির সাফল্যের এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন কংগ্রেস সি পি এম একজোটে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।   তিনি বলেন, সি পি এমের সঙ্গে জোট মানে সাঁইবাড়ির সঙ্গে হাত মেলানো এবং তাপসী মালিকদের হত্যাকারীদের সঙ্গে হাত মেলানো, ফের বাংলাকে পিছিয়ে দেওয়া।

যুব কংগ্রেসের সভাপতি বলেন গত ৪ বছরে এ–প্রান্ত থেকে ও–প্রান্ত বাংলার সর্বত্র মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়েছেন মানুষের জন্য। এই লালমাটির পুরুলিয়া, বাঁকুড়া এবং বিরভুমেই এসেছেন ৫০ বারেরও বেশী। ডি এম এম ডি এ–সহ কর্তাদের সঙ্গে মিটিং করে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি সাড়ে ৪ বছরে সম্পূর্ণ করেছেন।

মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রমাগত কু९স্যা প্রচারের জন্যও বিরোধীদের ভর্ত্সনা করেছেন এই তরুন নেতা।

তিনি বলেন, “মমতা ব্যানার্জি হতে গেলে ভয়কে উপেক্ষা করে, নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য লড়তে হয়।গত ৩৪ বছরে সি পি এম বাংলায় খুন ও লুঠপাঠ করেছে এবং গত ৪ বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উনয়নের জোয়ার অব্যাহত।