January 16, 2016
West Bengal wins Krishi Karman award fourth year in a row

West Bengal has done it again. For the fourth time in a row, the State Government received the Krishi Karman Award from the Government of India for outstanding performance in agricultural productivity.
Another feather in the cap is the ‘Trackchild’ web portal, developed by the State’s Women and Child Development and Social Welfare Department in association with West Bengal Police for tracking missing children, getting national recognition by being selected for the Gold Award at the 19th National Conference on E-Governance.
These awards are just an addition to the ever-increasing list of achievements and recognition received by the West Bengal Government. For the full list of awards received by Bengal in the last 5 years, click here and here.
চতুর্থবার কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার
পশ্চিমবঙ্গ আবারও করে দেখাল। কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উতপাদনের জন্যও এই নিয়ে চতুর্থবার কৃষিকর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথভাবে নারী-শিশুকল্যাণ সমাজ কল্যাণ দফতর ‘ট্র্যাকচাইল্ড’ নামে যে ওয়েব পোর্টাল চালু করেছিল শিশু পাচারের ঘটনা রুখতে ও হারিয়ে যাওয়া শিশুকে সেই উদ্যোগে কেন্দ্রীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। ই-গভর্ন্যান্স সংক্রান্ত ১৯ তম জাতীয় কনফারেন্সে এই স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত পুরস্কার এবং সম্মাননার ঝুলিতে নবতম সংযোজন এই ২টি পুরস্কার।
গত ৫ বছরে বাংলার প্রাপ্ত পুরস্কারের তালিকা বিশদ জানতে ক্লিক করুন এখানে কিংবা এখানে।