March 30, 2021
বিজেপির লোকেরা নন্দীগ্রামে গুন্ডামি করে বেড়াচ্ছে: সোনাচূড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নন্দীগ্রামের ভাঙাবেড়া শহিদ বেদী থেকে সোনাচূড়া পর্যন্ত রোড শো করার পর জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার বক্তব্যের কিছু অংশ:
বিজেপির লোকেরা নন্দীগ্রামে গুন্ডামি করে বেড়াচ্ছে
একটা মেয়েকে নিজেরা খুন করে বলবে তৃণমূল করেছে, এই পরিকল্পনাও ওদের আছে, আমি আগেই জানিয়ে দিলাম
ওরা মানুষের কথা ভাবে না, গ্যাসের দাম ৯৫০ টাকা, কৃষকরা আন্দোলন করছে, জিনিসের দাম বাড়ছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে
আমি যেকোনো জায়গায় দাঁড়াতে পারতাম, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন কে সম্মান করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি
এই ২-৩ দিন ওরা নানা রকম ঘটনা ঘটাবে। এই সব এলাকায় ওরা মেশিন খারাপ করে দেবে, আইন প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে, আমি তাদের প্রশ্ন করব, কেন তারা বহিরাগত গুন্ডাদের এখানে ঢুকতে দিচ্ছে
ভয় দেখালে ভয় পাবেন না। বহিরাগত গুন্ডাদের বাংলা থেকে উৎখাত করে দিন
নন্দীগ্রাম আমার মাটি আমি এখানে আছি থাকবো। মন শক্ত করে ভোট দিন
আমি বলব, টাকা দিতে এলে বলবেন রান্নার গ্যাসটা বিনামূল্যে দিতে
আমরা এখানে হলদিয়া অব্দি সেতু বানাবো, দীঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে, অনেক চাকরি হবে
বহিরাগত পুলিশ এসে অত্যাচার করছে, কোনও প্ররোচনায় পা দেবেন না। ৪৮ ঘন্টার মাথা ঠান্ডা করে ভোটটা করে দিন, তারপর পান্ডাদের সব অধিকার কি করে কাড়তে হবে দেখে নিন
দাঙ্গাবাজ বিজেপিকে চাই না। দাঙ্গাবাজ বিজেপি দূর হটো
যারা গুন্ডামি করছে আগামী ১ তারিখে ভোট দিয়ে ওদের রাজনৈতিকভাবে কবর দেবেন