Latest News

September 9, 2014

The lady is not for turning

The lady is not for turning

Written by: Derek O'Brien

I can only laugh at those who accuseMamata Banerjee of corruption even though they know better. She will battlethem, battle their toxic arguments, and win. She always has, for her life hasbeen one of struggle. It was so right from the time her father died, when asthe only daughter of the house she took charge of her mother and four brothers,worked behind a milk booth in the morning, and went to law college in theafternoon.

When she joined the Congress, the bigleaders of the party and the media barons who socialised with them, discussingfine wines every evening and boasting of trips to Wimbledon, did not give her achance. She faced discrimination on grounds of gender, of class, and due to herdetermination to take on the CPI(M) and not secretly play second fiddle to it.

In 1996-97, this Congress elite pushedher out of the party. In 1998, she set up the Trinamool Congress. The familiarclique and the media baron claque mocked her as a has-been. For a decade shestruggled. When she opposed the injustice in Singur and Nandigram, the samemedia barons and their new-found heroes in the then West Bengal governmentdismissed her as obsolete. Yet, she fought on, and she triumphed in the stateelection of 2011.

She had ousted the Communists from theirstronghold. She had become the only Congress breakaway leader to form agovernment on her own terms, to make a name for herself without having to goback to her former party or do a humiliating deal with it. She called the shots.

Three years later came the Lok Sabhaelection. The media baron cabal was back. There was a 'Modi effect' in Bengal,we were told. Mamata was finished, we were told. She would peak at 20 seats, wewere told.

What happened? The so-called 'Modieffect' took the BJP from one seat (Darjeeling) to two. Trinamool finished with 34 of thestate's 42 Lok Sabha seats.

Now there are new conspiracies and newconspirators in town. The same media barons have jumped from the tired, oldCongress to the tired, not-so-old CPI(M) to the tiresome, not-quite-old BJP.They have found a new champion; Mamata Banerjee remains the perennial hatefigure of course.

Consider the irony. A BJP president whowas investigated by the CBI and accused the CBI of being the 'Congress Bureauof Investigation' now comes to Bengal and threatens to use the same CBI as asword to attack Mamata Banerjee. And the media barons clap away like wide-eyedschool children.

Mamata Banerjee is ready for anindependent enquiry. The key culprit in the Saradha scandal was arrested inJammu and Kashmir. An MP implicated in the case in behind bars. A commissionhas been set up to ensure investors begin to get back their money.

Bring on the CBI, bring on the BJP hatearmy, bring on the quick-change and hypocritical media barons. 

The lady is notfor turning.

Bengali Translation:

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার নবজাগরণের দিশারী

আজ আমার হাসি পায় যখন শুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে দুর্নীতিগ্রস্ত বলছে। উনি কিরকম তা কিন্তু তারা ভাল করেই জানেন। তবু তাদের ভেতরের এক জঘন্ন,নোংরা মনোবৃত্তির বহিঃপ্রকাশের তাড়না থেকেই তারা এই ধরনের কথা বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়কি তা তার জীবনদর্শনেই প্রকাশ পায়। জীবনের প্রতিটি মুহূর্তের সংগ্রাম আজ তাকে এইজায়গায় নিয়ে এসেছে। বাবার মৃত্যুর পর চার ভাই আর বিধবা মায়ের দায়িত্ব ওই অল্পবয়সেই নিজের কাঁধে নিয়ে তার পথ চলা শুরু। সেই সময়থেকে সকালে পরিবারের জন্য সরকারী দুধের ডিপোয় কাজ আর বিকেলে ল কলেজে পড়াশুনো।

আজ তাঁর এই জায়গায় উঠে আসা খুব সহজে হয়নি। যখন তিনি কলেজ জীবনে কংগ্রেসে যোগদেন তখন তিনি ছিলেন নব্য। সেই সময় পশ্চিমবঙ্গে চলছে সিপিআই(এম) রাজত্ব। কি ভীষণপ্রতিকূলতার মধ্যে তাঁকে সেই সময় থেকে সিপিআই(এম) এর বিরুধে লড়তে হয়েছে তা সারাপশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের অজানা নয়। তার মধ্যেও কংগ্রেসের অনেক গণ্যমান্যব্যক্তিরাও তাঁকে খুব একটা সুনজরে দেখেননি। ১৯৯৬-৯৭ সালে মমতা বন্দ্যপাধ্যায়কে এমনএকটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার ফলে ১৯৯৮-এ কংগ্রেস ছেড়ে তিনি বেরিয়ে এসেজন্ম দিলেন নতুন দিগন্তের দিশারী তৃণমূল কংগ্রেস এরএটা মিডিয়া কিন্তু ভাল চোখে দেখেনি। এখানেও তাঁকে ভীষণসংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।

সেই সময় যখন তিনি সিঙ্গুর আর নন্দীগ্রাম এর মানুষের পাশে, তাদের প্রতিঅন্যায়ের বিরুধে রুখে দাঁড়িয়েছিলেন তখনও মিডিয়া তাঁকে ছাড়েনি। আর এদের সবাইয়েরবিরুধে লড়াই করে জনতার পাশে থেকে জনতার সর্বসম্মতিতে ২০১১ এর রাজ্য নির্বাচনেনিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, জয় করেছেন আরএখন স্বমহিমায় আছেন।

তিনিই একমাত্র জননেত্রী যিনি কংগ্রেস থেকেবেরিয়ে তো সেখানে ফিরে যাননি উলটে নতুন পার্টি তৈরি করে নতুন সরকার গঠন করে তিনবছর ধরে সরকার চালিয়ে আসছেন। আজ আমাদের রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে তাঁর হাত ধরে।এবারে “মোদী জমানার” হাত ধরে আবার যার প্রত্যাগমন, তিনি কে? নাসেই মিডিয়া। কি বলেছিল তারা? মোদী জমানা এসে গেছে, বাংলায় মমতা শেষ! তার ফল কি হল?না লোকসভায় তৃণমূল ৪২টা আসনের মধ্যে ৩৪টাই তৃণমূলের পক্ষে এসেছে । কেন? কারণ জনগণ যে দিদির সাথে।

এখন এই মিডিয়া রাজ্যের কংগ্রেস, সিপিএম আর বিজেপির সাথে আবার নতুন করে উঠে পড়েলেগেছে। তাদের একটাই উদ্দেশ্য , কি করে তাঁকে আবার বিষাক্ত ছোবল মারা যায়! বর্তমান বিজেপি সভাপতি, যার বিরুদ্ধে এক সময় সিবিআই তদন্ত হয়েছিল,তিনি কিনা এখন পশ্চিমবঙ্গে এসে মমতার বিরুধে সিবিআই তদন্ত চা। এটাও কি মানা সম্ভব?

মমতা কিন্তু প্রথম থেকেই বলে আসছেন নিরপেক্ষ তদন্তের কথা। সারদা কাণ্ডের মূলহোতাকে পুলিশ জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করেছে, যে সাংসদ সারদার সাথে যুক্ত ছিলেন, তাকেও দল থেকে বহিষ্কারকরা হয়েছে। তিনি এখন পুলিস হেফাজতে। এবং এই দুর্নীতির তদন্তের জন্য একটি কমিশনওগঠন করা হয়েছে। যাতে করে যে সব মানুষ সারদায় টাকা বিনিয়োগ করেছিলেন তারা যেন তাদের টাকা ফেরত পায়। এর পরেও সিবিআই মমতার বিরুদ্ধে! মানুষ কি সইবে এ সব? সব কিছুরই একটা শেষ আছে! 

আনুন আপনারা সিবিএই, আসুকবিজেপি, বাড়ুক মিডিয়ার বিষাক্ত ছোবল! তাতেও কিন্তু তাঁরএই দুরন্ত গতি রুদ্ধ করা যাবে না, কারণ তিনি এই বাংলার অগ্নিকন্যা, ভারতেরঅগ্নিকন্যা, সমগ্র বিশ্বের অগ্নিকন্যা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণের দ্বারা নির্বাচিত, জনগনের পাশেতাদের সুখে-দুঃখে সব সময় থেকেছেন। মানুষেরদুর্দশা ঘোচাতে ভগবান দ্বারা প্রেরিত হয়েছেন তিনি। আজ বাংলার মাটিতে নতুন সূর্যোদয় হয়েছে। বাংলা জেগে উঠেছে

মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার নবজাগরণের দিশারী। কোন অশুভ শক্তিই তাঁকে আজ থামাতে পারবে না। 

(Translated by: Saborna Chakraborty)