September 21, 2020
Aparupa Poddar makes Zero Hour mention on GST and other dues for Bengal and special package for migrant workers

FULL TRANSCRIPT
Thank you, Speaker Sir.
আমরা সবাই জানি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কভিডের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এবং এই লড়াইয়ে রাজ্যের কোন রকম খামতি রাখছেন না। আমি আপনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে একটাই অনুরোধ করছি যে বাংলার প্রাপ্য টাকা তাড়াতাড়ি মিটিয়ে দিন।
পাশাপাশি এটাও অনুরোধ করছি যে পরিযায়ী শ্রমিকদের স্পেশাল প্যাকেজ দেওয়া হোক। কারণ আমার লোকসভা কেন্দ্র আরামবাগের গোঘাট খানাকুলের অনেক মানুষ বাইরে কাজ করতে যায়, তাই এটা আপনার কাছে আমার অনুরোধ রইলো।